আপনি যে অলটারনেটিভ চিকিৎসা করছেন এ সম্পর্কে ব্যাখ্যা দেবেন কি? চমৎকার বলেছেন। আমি মনে করি, বর্তমানে বাংলাদেশে অল্টারনেটিভ বা বিকল্প চিকিৎসা ব্যবস্থায় বেশ উন্নতি ঘটছে। বিশেষ করে বাংলাদেশে আধুনিক হামদর্দের রূপকার ডক্টর হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার এ সেক্টরের উন্নয়নে অসামান্য কাজ রয়েছে। সেগুলো কী রকম, বলবেন কী? যেমন ধরুন, তারই প্রচেষ্টায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং আরও ৩টি ইউনানী আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠান দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ দেখেন, তার বিপরীতে সরকারি উদ্যোগে মাত্র ১টি ইউনানী আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ রয়েছে।
তবে এটাকেও আমি যথেষ্ঠ মনে করি না। আমাদের আরও অনেক সীমাবদ্ধতা রয়েছে। কেননা, বর্তমানে বিশ্বব্যাপী বিকল্প চিকিৎসা পদ্ধতির যে অগ্রগতি হয়েছে এবং ওষুধের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে সেই তুলনায় এটাকে নেহায়েৎই কম বলতে হয়। কাজেই সরকারিভাবে দেশ ও বিদেশে এই অল্টারনেটিভ চিকিৎকসার জন্য উচ্চশিক্ষা ও গবেষণার সৃষ্টি করা হলে আমাদের দেশ থেকে হার্বাল ওষুধ বিশ্ববাজারে ব্যাপক হারে প্রবেশ করতে সক্ষম হবে। এ ছাড়াও আপনি লক্ষ্য করবেন যে, বাংলাদেশে অল্টারনেটিভ চিকিৎসা যতটুকু উন্নত হয়েছে এর জন্যও তাকে কনভেনশনাল অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করেই আগাতে হচ্ছে।
এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতারও অভাব রয়েছে। আর এসব প্রতিকূলতার মধ্যেও দেখবেন যে, অল্টারনেটিভ চিকিৎসকদের কর্মসংস্থানের ক্ষেত্রেও দেশে হামদর্দ কাজ করে যাচ্ছে। দেশব্যাপী এর ৩০০ ক্লিনিক, কারখানাসহ বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমাসহ কিছু রোগের পর্যাপ্ত চিকিৎসা দিতে হলে ফর্মুলেশনে আরও উন্নতি করতে হবে। কিন্তু আমাদের দেশে এই ওষুধের চাহিদা যত বেড়েছে সে হারে কিন্তু এর কাঁচামাল হিসেবে ব্যবহৃত ঔষধি উদ্ভিদের উৎপাদন বাড়েনি। তাই পর্যাপ্ত ভর্তুকি দিয়ে হলেও সরকারি ও বেসরকারি উদ্যোগে এর উৎপাদন বাড়াতে হবে। ডা. নার্গিস মার্জান- পরিচালক, মানবসম্পদ, হামদর্দ বাংলাদেশ এবং ট্রাস্টি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তিনি একদিকে যেমন আধুনিক চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন পাশাপাশি অলটারনেটিভ চিকিৎসায় যুক্ত থেকে এর আধুনিকায়ন ও উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ডা. নার্গিস মার্জান দেশের শীর্ষ ইউনানী ও আয়ুর্বেদিক শিল্প প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের পরিচালক। দেশের আধুনিক চিকিৎসায় তার চিকিৎসা পদ্ধতি এবং ভূমিকা সম্পর্কে কথা বলেছেন....
She has authored research articles on medicinal plants, published in the Journal of Hamdard University Bangladesh.